দিবারাত্রির ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৪২ রানে গুটিয়ে যাওয়া পাকিস্তান আসাদ শফিকের ব্যাটে খেলাটা পঞ্চম দিনে নিয়ে গেছে। পাকিস্তানের আর ১০৮ রান চাই। সফরকারীদের আশার প্রদীপ সেঞ্চুরিয়ান আসাদ শফিক অপরাজিত আছেন। তবে জয়ের জন্য অস্ট্রেলিয়ার চাই আর মাত্র দু’টি উইকেট।
তবে পাকিস্তানের ‘লেজ’ বেরিয়ে পড়েছে। যেকোনো মুহূর্তে তা ছেঁটে ফেলতে পারে অস্ট্রেলিয়ার বোলিং। তবু আসাদ শফিকের ব্যাটে স্বপ্ন দেখছে পাকিস্তান। ৪৯০ রানের লক্ষ্যে চতুর্থ দিন শেষে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে আট উইকেটে ৩৮২।
তৃতীয় দিনের করা দুই উইকেটে ৭০ রান নিয়ে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। ৭১ করে ফেরেন ওপেনার আজহার আলী। রান খরা কাটিয়ে ৬৫ রানের ইনিংস খেলেন ইউনিস খান। তবে দ্রুত ফিরে যান অধিনায়ক মিসবাহ উল হক (৫)।
দলীয় ১৭৩ রানে পাঁচ উইকেট হারানোর পর সরফরাজ আহমেদকে (২৪) নিয়ে ষষ্ঠ উইকেট জুটিতে ৪৭ রান তোলেন শফিক। মোহাম্মদ আমিরের (৪৮) সঙ্গে জমে ওঠা পার্টনারশিপে যোগ হয় আরও ৯২ রান।
আমিরের বিদায়ে শফিককে ‘যোগ্য’ সঙ্গ দেন আরেক পেস তারকা ওয়াহাব রিয়াজ (৩০)। দু’জনের অষ্টম উইকেট জুটিতে আসে ৬৬। দিনের শেষ ওভারে (১২৩তম) ওয়াহাবকে ফিরিয়ে অজিদের স্বস্তি এনে দেন জ্যাকসন বার্ড। এখন আসাদ শফিকের সঙ্গী লেগস্পিনার ইয়াসির শাহ (৪ অপ.)।
মিচেল স্টার্ক ও বার্ড তিনটি করে উইকেট দখল করেন। দু’টি নেন স্পিনার নাথান লিওন।
বিডি প্রতিদিন/ ১৯ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম