কয়েকদিন আগেই ব্যালন ডি’অর জেতার পর এবার ক্লাব বিশ্বকাপের শিরোপা ঘরে তুললেন ক্রিস্তিয়ানো রোনালদো। ব্যক্তিগত ও দলীয় অর্জন মিলিয়ে দুর্দান্ত বছর কাটানোর তৃপ্তি অনুভব করছেন তিনি।
ক্লাব বিশ্বকাপের ফাইনালে রবিবার রিয়াল মাদ্রিদ ৪-২ গোলে হারিয়েছে জাপানের দল কাশিমা অ্যান্টলার্সকে। দলের জয়ের হ্যাটট্রিকের আনন্দে ভেসেছেন রোনালদো। রিয়ালের হয়ে পর্তুগিজ ফরোয়ার্ডের এটি ৪০তম হ্যাটট্রিক।
৬০, ৯৮ ও ১০৪তম মিনিটের গোলে দারুণ এক কীর্তিও গড়েছেন রোনালদো। ক্লাব বিশ্বকাপের ফাইনালে প্রথম হ্যাটট্রিক করা খেলোয়াড় তিনি। রিয়াল তারকা জিতেছেন প্রতিযোগিতাটির সেরা খেলোয়াড়ের পুরস্কারও। ২০১৬ সালের শেষটা তাই মনমতো হলো তার।
“ব্যালন ডি’অর জয়ের পর এটা খুবই আনন্দের সপ্তাহ। বছরের এটা দারুণ এক সমাপ্তি।”
বিডি প্রতিদিন/ ১৯ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম