রবিবার রাতের ম্যাচে রহমতগঞ্জকে ২-০ গোলে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের পয়েন্ট টেবিলের ৪ নম্বরে উঠে গেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। ৫ নম্বরে আছে ব্রাদার্স ইউনিয়ন। যদিও এদিন বিকেলে উত্তর বারিধারাকে হারিয়ে পয়েন্ট টেবিলের চারে উঠেছিল ব্রাদার্স ইউনিয়ন। কয়েক ঘন্টার মধ্যেই সেই জায়গা দখল করে মুক্তিযোদ্ধা।
রাতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৩২ মিনিটে সিমনের গোলে মুক্তিযোদ্ধা এগিয়ে যায়। ৪৬ মিনিটে ব্যবধান বাড়ান বিপুল। এ জয়ে ২০ ম্যাচে ২৯ পয়েন্ট অর্জন করেছে আবদুল কাইয়ুম সেন্টুর দল।
সর্বশেষ ৬ ম্যাচে জয়ের মুখ দেখেনি কামাল বাবুর দল। দুটি ড্র করেছে, হেরেছে চারটি। ২৭ পয়েন্ট নিয়ে তারা এখন ষষ্ঠ স্থানে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ