বেসরকারী ক্রিকেট লিগের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে বিপাকে পড়েছেন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর। বোর্ড স্বীকৃত টুর্নামেন্ট না হওয়ায় ইতিমধ্যে টুর্নামেন্ট কমিটিকে চিঠি পাঠিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই।
ভারতীয় গণমাধ্যম জানায়, ইন্ডিয়ান জুনিয়র প্রিমিয়ার লিগের দূত হয়েছেন গম্ভীর। দিল্লির এক ব্যবসায়ী দীনেশ কাপুর এই টুর্নামেন্টের প্রধান। গম্ভীর ছাড়াও এই টি-২০ লিগের সঙ্গে জড়িয়ে রয়েছেন জন্টি রোডস, কাইরন পোলার্ড, ঋষি ধাওয়ানরা।
টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার পর গম্ভীর টুইট করেছিলেন, ‘তরুণ প্রতিভাদের তুলে আনার অন্যতম সেরা মঞ্চ হয়ে উঠবে এই টুর্নামেন্ট।’ যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড টুর্নামেন্ট কমিটিকে চিঠি পাঠানোর সঙ্গে সঙ্গেই গম্ভীর এই টুর্নামেন্টের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছেন।
এদিকে, গম্ভীরের শুভানুধ্যায়ীরা প্রশ্ন তুলেছেন এর আগে ধোনি এরকম একটি বেসরকারী লিগের সঙ্গে যুক্ত থাকলেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি বোর্ড। তাহলে গম্ভীরের ক্ষেত্রে এরকম ব্যবস্থা কেন নিল বোর্ড?
বিডি-প্রতিদিন/১৮ ডিসেম্বর, ২০১৬/মাহবুব