ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত আসরে প্রথমবারের মত অঙ্গশগ্রহন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। সেবার সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে দারুণ সাফল্য পেয়েছিলেন তিনি। সে আসরে ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়েছিলেন এই কাটার-মাস্টার।
গতবারের সেই সাফল্যের পুরস্কার হিসেবে আগামী মৌসুমের জন্য মুস্তাফিজকে রেখে দিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। সেই সঙ্গে অলরাউন্ডার সাকিব আল হাসানকেও রেখে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
আইপিএলের দশম আসরের জন্য দলগুলোকে খেলোয়াড় ছাড়ার সময় বেঁধে দেওয়া হয়েছিল ১৫ ডিসেম্বর পর্যন্ত। এই সময়ের ফ্র্যাঞ্চাইজরা ৪০ জন খেলোয়াড়কে দল থেকে বাদ দিয়েছে। তবে বাদ পড়াদের তালিকায় ছিলেন না বাংলাদেশের সাকিব-মুস্তাফিজ।
বিডি-প্রতিদিন/ ১৭ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-১৫