গলে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি সিঙ্গাপুর। আব্দুল হালিম, নাঈম হাসানরা প্রতিপক্ষকে খুব কম রানে গুটিয়ে দেওয়ার পর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ৭ উইকেটে জিতেছে পেয়েছে সাইফ হাসানের দল। আজ শুক্রবার দাপুটে জয়ে বিজয় দিবস উদযাপন করেছে জুনিয়র টাইগাররা।
এদিন টস জিতে সিঙ্গপুরকে প্রথমে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ দলের অধিনায়ক সাইফ হাসান। বাংলাদেশের বোলারদের দাপটে ২৫.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৭০ রান তুলতে সক্ষম হয় সিঙ্গাপুর। জবাবে মাত্র ৫ ওভার খেলে ৩ উইকেট হারিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
লক্ষ্য তাড়া করতে নামা বাংলাদেশের অধিনায়ক সাইফ ব্যাট হাতে ঝড় তোলেন। মাত্র ১১ বলে দুটি চার ও চারটি ছক্কায় ৩৩ রান করেন তিনি। স্ট্রাইক রেট ৩০০! তার ঝড়ই মূলত বাংলাদেশকে লক্ষ্যে পৌঁছে দেয়। ১৩ রানে অপরাজিত থাকেন রাকিব।
এর আগে টস হেরে ব্যাট করতে নামা সিঙ্গাপুরের পক্ষে সর্বোচ্চ ২৩ রান করেন রোহান। বাকিরা ছুঁতে পারেননি দুই অঙ্ক। বাংলাদেশের পক্ষে তিনটি করে উইকেট নেন আব্দুল হালিম ও নাঈম হাসান।
বিডি প্রতিদিন/ ১৬ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম