আহত হয়ে এখন দলের বাইরে অজিঙ্কা রাহানে। তাই তার জায়গায় ভারতের টেস্ট দলের সহ অধিনায়কত্বের দায়িত্ব পাচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন।
অধিনায়ক বিরাট কোহলির উপস্থিতিতে নির্বাচকরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, রবিচন্দ্রন অশ্বিনের হাতেই এই দায়িত্ব দেওয়া হবে। যতদিন না পর্যন্ত অজিঙ্কা রাহানে সুস্থ হয়ে ফিরছেন। যদি কোনও কারনে বিরাট কোহলিকে ম্যাচ চলাকালীন মাঠের বাইরে যেতে হয়, তখন নেতৃত্বের দায়িত্ব কার হাতে থাকবে এরকম একটি জরুরি প্রশ্ন কিন্তু হাওয়ায় ভাসছিল। তাই নির্বাচকরা অশ্বিনকেই আপাতত সহ অধিনায়ক হিসেবে বেছে নিলেন।
বিডি-প্রতিদিন/ ১৩ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-৭