বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়কের পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন মামুনুল ইসলাম।
জানা গেছে, রবিবার ভারতের কেরালায় সাংবাদিকদের কাছে পদত্যাগের ঘোষণা দেন মামুনুল। তবে সাফ গেমসের শেষ ম্যাচে বাংলাদেশ জাতীয় দলের হয়ে শেষবারের মতো অধিনায়কের আর্মব্যন্ড পরবেন বলে জানিয়েছেন তিনি। সোমবার সাফ ফুটবলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভূটানের বিপক্ষে মাঠে নামবে মামুনুলরা।
সাফ ফুটবলের ১১তম আসরের গ্রুপ পর্বেই বাংলাদেশের শিরোপা স্বপ্ন ভেঙ্গে যায়। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে আফগানিস্তান ও মালদ্বীপের কাছে হারের তিক্ত স্বাদ নেন মামুনুল ইসলামের দল। প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ৪-০ ব্যবধানে, পরের ম্যাচে মালদ্বীপের কাছে ৩-১ ব্যবধানে পরাজয় বরণ করে বাংলাদেশ। শুধু সাফ গেমস না, বিশ্বকাপ বাছাই পর্বে মামুনুলের নেতৃত্বে বাংলাদেশ অস্ট্রেলিয়ার কাছে ঘরের মাঠে ৪-০ ও অস্ট্রেলিয়ায় ৫-০ গোলে পরাজিত হয়।
বিডি-প্রতিদিন/২৭ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ