টেস্টের পর ওয়ানডে সিরিজটাও হার দিয়ে শুরু করেছে শ্রীলঙ্কা। আজ শনিবার ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল কিউইরা।
প্রথমে ব্যাট করে ৪৭ ওভারে ১৮৮ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ২৭ রানে উইকেট হারিয়ে বসে লঙ্কানরা। ম্যাট হেনরির বোলিং তোপে শুরুতেই বিপদে পড়ে যায় সফরকারীরা। পরে শ্রীবর্ধনের ৬৬ ও নুয়ান কুলাসেকেরার ৫৮ রানে ভর করে লড়াইয়ের পুঁজি পায় ম্যাথুসের দল। চামেরা অপরাজিত ১৩ রান করেন। দলের আর কেউ দুঅংকের ঘরও স্পর্শ করতে পারেননি। কিউইদের পক্ষে হেনরি ৪টি, ব্রেসওয়েল ৩টি ও ম্যাকক্লেনাঘান ২টি করে উইকেট নেন।
অধিনায়ক ম্যাককালাম ও গাপটিলের জোড়া হাফ সেঞ্চুরিতে ২১ ওভারে ৩ উইকেটে ১৯১ রান তুলে ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড। গাপটিল ৭৯, ম্যাককালাম ৫৫ রান করেন। লাথাম ১৮ ও নিকোলস ২৩ রানে অপরাজিত ছিলেন। ম্যাট হেনরি ম্যাচ সেরা হন।
জয়ের জন্য বোলারদের প্রশংসা করেছেন অধিনায়ক ম্যাককালাম। তিনি বলেন, “এই জয়ের প্রধান নিয়মাক হচ্ছে অসাধারণ বোলিং পারফর্মেন্স। নতুন বলে তাদের পারফর্মেন্স ছিল নজরকাড়া। যে কারণে ব্যাটিং সহায়ক এই উইকেটেও আমাদের জয়ের লক্ষ্য ১৯০ রানের মধ্যে সীমাবদ্ধ ছিল।”
অন্যদিকে হারের পর শ্রীলংকান অধিনায়ক ম্যাথুস বলেন, “ব্রেন্ডন ম্যাককালাম ও মার্টিন গাপটিলের বিপরীতে বল করা সহজ ছিল না। তারা খুবই শক্তিশালী ব্যাটসম্যান এবং শুরু থেকেই বিধ্বংসী ব্যাট চালিয়েছেন। আমাদের প্রয়োজন ছিল বেশিরভাগ সময় সঠিক জায়গায় বল করা।”
বিডি-প্রতিদিন/ ২৬ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন