সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে ৩-১ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে সবার আগে বাংলাদেশের বিদায় প্রায় নিশ্চিত হয়ে গেছে। এর আগে, আফগানিস্তানের কাছে ৪-০ গোলের বড় ব্যবধানে হারে মামুুনুলরা। অন্যদিকে, প্রথম দুই ম্যাচ জয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে মালদ্বীপ।
শনিবার বিকাল ৪টায় ভারতের ত্রিভানদ্রুম আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৪৩ মিনিটে পেলান্টি থেকে করা গোলে এগিয়ে যায় মালদ্বীপ। বক্সের মধ্যে ওয়ালি ফয়সালের হ্যান্ডবল থেকে পাওয়া সেই পেনাল্টিটি কাজে লাগান মালদ্বীপের সেরা খেলোয়াড় আলী আশফাক।
বিরতির পর ৮৭তম মিনিটে মামুনুলের কর্নারে মালদ্বীপের এক ফুটবলার হেড করে ফেরালে বক্সের বাইরে পেয়ে যান সোহেল। এই মিডফিল্ডারের তড়িৎ ভলি মালদ্বীপের এক ফুটবলারের মাথা ছুঁয়ে জালে জড়ায় বল।
মুহূর্তেই বাংলাদেশের স্বস্তি কেড়ে নেয় মালদ্বীপ। সতীর্থের বাড়ানো বলে নিখুঁত ব্যাক ফ্লিকে বাংলাদেশ গোলরক্ষককে পরাস্ত করেন বদলি ফরোয়ার্ড নিয়াজ হাসান।
যোগ করা সময়ে আর এক গোল করে গ্রুপের টানা দ্বিতীয় জয় নিশ্চিত করে নেয় মালদ্বীপ। রায়হানের ভুল পাস থেকে বল পেয়ে প্রতিআক্রমণে যায় ২০০৮ সালের সাফ ফুটবলের চ্যাম্পিয়নরা। বদলি ফরোয়ার্ড নাশিদ আহমেদ আয়েশী শটে সোহেলকে পরাস্ত করে স্কোরলাইন ৩-১ করে দেন।
এই হারে ত্রিবান্দ্রামের সাফ চ্যাম্পিয়নশিপ কার্যত শেষই হয়ে গেল বাংলাদেশের। ভুটানের বিপক্ষে একটি ম্যাচ বাকি থাকলেও সেমিফাইনাল খেলার সমীকরণটা এই মুহূর্তে বেশ জটিল বাংলাদেশের।
বিডি-প্রতিদিন/২৬ ডিসেম্বর, ২০১৫/মাহবুব