মেলবোর্নে চলমান দ্বিতীয় টেস্টে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দিন শেষে স্বাগতিক অস্ট্রেলিয়া ৩ উইকেট হারিয়ে ৩৪৫ রান সংগ্রহ করেছে। ওপেনার জো বার্নস ও ওসমান খাওয়াজার সেঞ্চুরির উপর ভর করে প্রথম দিনেই এতবড় সংগ্রহ গড়তে সক্ষম হয় স্বাগতিকরা। বার্নস ১২৮ রান ও খাওয়াজা ১৪৪ রান করেন। প্রথম দিন শেষে অধিনায়ক স্টিভেন স্মিথ ৩২ রান ও এডাম ভোজেস ১০ রান নিয়ে ক্রিজে ছিলেন।
ক্যারিবীয়দের হয়ে টেলর দু'টি ও ক্রেইগ ১টি উইকেট নিয়েছেন। এর আগে ক্যারিবীয়রা টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
উল্লেখ্য, তিন ম্যাচ সিরিজের হোবার্টে অনুষ্ঠিত প্রথম টেস্টে অজিরা এক ইনিংস ও ২১২ রানের বড় জয় পায়। স্বাগতিকরা এখন ১-০ তে এগিয়ে আছে।
বিডি-প্রতিদিন/২৬ ডিসেম্বর ২০১৫/শরীফ