ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত প্রথম একদিনের ম্যাচে সফরকারী শ্রীলংকার বিপক্ষে ৭ উইকেটের বড় জয় পেয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। টসে জিতে প্রথমে ব্যাট করে সফরকারীরা ৪৭ ওভারেই সবকটি উইকেট হারিয়ে ১৮৮ রান সংগ্রহ করে। ফলে জয়ের জন্য কিউইদের লক্ষ্য দাঁড়ায় ১৮৯ রান যা তারা মাত্র ২১ ওভারেই তুলে নেয়। দলের হয়ে ওপেনার মার্টিন গাপটিল সর্বোচ্চ ৭৯ রান করেন। আর অধিনায়ক ব্রান্ডন ম্যাককুলাম মাত্র ২৫ বলে ৫৫ রান করেন। এর মধ্যে ১১টি চার ও ১টি ছক্কার মার রয়েছে। ম্যান অব দ্য ম্যাচও হন ম্যাককুলাম।
ক্রাইস্টচার্চে জয়ের মধ্য দিয়ে ৫ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেলো স্বাগতিকরা। ২৮ ডিসেম্বর ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালেই দ্বিতীয় ওডিআই অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/২৬ ডিসেম্বর ২০১৫/শরীফ