লিওনেল মেসিকে পেতে আগ্রহী ইতালির বিখ্যাত ক্লাব ইন্টার মিলান। তবে তা এখনই নয়, মেসি বার্সেলোনা ছাড়লে বা মেসির সঙ্গে চুক্তি শেষ হলে৷
ইন্টারের মালিক এরিক তোহির ক্লাব অফিসিয়াল টুইটারে লিখেছেন, ‘মেসি পেতে কে না চায়৷ মেসিকে পেতে কেন আগ্রহী থাকব না? বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষ হওয়ার পরে আমরা মেসিকে নেওয়ার জন্য ঝাঁপাব৷’
তিনি আরো লিখেছেন, বিশ্বের সেরা দশ ক্লাবের মধ্যে আমরা থাকতে চাই৷ তাই মেসিকে নেওয়ার জন্য উদগ্রীব আমরা৷’
শুধু ইস্টার নয়, মেসিকে নেওয়ার জন্য মুখিয়ে রয়েছে ম্যাঞ্চেস্টার সিটিও৷ তারা অনেক টাকার বিনিময়ে মেসিকে নিতে চাইছে৷ যদিও মেসির বার্সা ছাড়ার কোনও খবর নেই৷
বিডি-প্রতিদিন/ ২৪ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন