দুই দশকের বেশি সময় পর আবার ক্রিকেট জগতে ফিরেছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক এবং তেহরিকে ইনসাফ দলের প্রধান ইমরান খান। তবে ক্রিকেট খেলোয়াড় হিসেবে নয় ক্রিকেট দলের স্বত্ত্বাধিকারি বা ফ্র্যানচাইজ হয়ে।
আসন্ন পাকিস্তান সুপার লীগ বা পিএসএল-এ তিনি হয়েছেন পেশোয়ার জালমি দলের স্বত্ত্বাধিকারি। এ দলের নেতৃত্বে রয়েছেন পাকিস্তান টি-২০ দলের অধিনায়ক আফ্রিদি।
পেশোয়ার জালমি দলে শহীদ আফ্রিদির নেতৃত্বে যারা খেলবেন তারা হচ্ছেন- উমর গুল, ইমরান খান জুনিয়র, ওয়েস্ট ইন্ডিজের ‘বিগ হিটিং অলরাউন্ডার’ ড্যারেন সামি, বাঁহাতি ফাস্টবোলার ওয়াহাব রিয়াজ, জুনায়েদ খান, সাবেক টি-২০ অধিনায়ক মোহাম্মাদ হাফিজ এবং বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল।
পিএসএল টুর্নামেন্ট শুরু হবে আগামী ফেব্রুয়ারি মাসে এবং এতে পাঁচটি দল অংশ নেবে। আগামী ২৪ ফেব্রুয়ারি দুবাই ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/ ২৪ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন