ভারতের আসন্ন অস্ট্রেলিয়া সফরে দেশটির টি-২০ স্কোয়াডে অলরাউন্ডার যুবরাজ সিংয়ের অন্তর্ভুক্তির প্রশংসা করেছেন সাবেক ভারতীয় অধিনায়ক কপিল দেব। সাবেক এক নম্বর আমেরিকান টেনিস তারকা জন ম্যাকনরয় বা আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর দিয়োগো ম্যারাডোনার মতো যুবরাজও মাঠে দর্শক টানতে সক্ষম বলে মন্তব্য করেন কপিল। অাসন্ন ভারত-অস্ট্রেলিয়ার ওডিআই ও টি-২০ সিরিজ সামনে রেখে স্পোর্টস চ্যানেল 'স্টার স্পোর্টস'র এক প্রচারণামূলক প্রোগ্রামে গিয়ে একথা বলেন তিনি। খবর পিটিআই'র
অস্ট্রেলিয়া সফরের জন্য ভারত সম্প্রতি মাহেন্দ্র সিং ধোনির নেতৃত্ব তাদের ওডিঅাই ও টি-২০ স্কোয়াড ঘোষণা করেছে। এতে টি-২০ স্কোয়াডে স্থান পেয়েছেন ৩৪ বছর বয়সী। স্থানীয় বিজয় হাজারে ট্রফিতে সম্প্রতি ভালো পারফরম্যান্স করায় ফের জাতীয় দলে খেলার জন্য ডাক পান যুবরাজ।
যুবরাজের প্রশংসা করে কপিল বলেন, 'যুবরাজ একজন চমৎকার ক্রিকেটার। সে একজন প্রকৃত দর্শকআকর্ষক। ঠিক যেভাবে আপনারা জন ম্যাকনরয় বা দিয়েগো ম্যারাডোনাকে মাঠে দেখতে চাইতেন। দর্শকরা তাদের অ্যাকশন দেখতেই মাঠে আসতো। যুবরাজও সে ধরনের খেলোয়াড়।'
উল্লেখ্য, অস্ট্রেলিয়া সফরে ভারত ৫টি ওডিঅাই ও ৩টি টি-২০ ম্যাচ খেলবে। ১২ জানুয়ারি পার্থে প্রথম ওডিঅাই ম্যাচ অনুষ্ঠিত হবে। অার ২৬ জানুয়ারি ওভালে অনুষ্ঠিত হবে প্রথম টি-২০ ম্যাচ।
বিডি-প্রতিদিন/২৩ ডিসেম্বর ২০১৫/শরীফ