বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বিয়ে করেছেন সেটা সবারই কম-বেশি জানা। নতুন খবর হলো নববধূ অনিকা তসলিমা অর্চিকে নিয়ে শ্রীলঙ্কায় হানিমুন করতে গেছেন আশরাফুল।
শ্রীলঙ্কার সমূদ্র বিচে স্ত্রীকে নিয়ে মঙ্গলবার দারুণ সময় উপভোগ করেন টেস্ট ক্রিকেটের কনিষ্ঠতম এই সেঞ্চুরিয়ান। নিজের ফেইসবুকে ছবিও পোস্ট করেন আশরাফুল। শ্রীলঙ্কা থেকে ফিরে তার আইসিসি ও বিসিবির পূনর্বাসন প্রক্রিয়ায় অংশ নেওয়ার কথা।
প্রসঙ্গত, দারুন ফর্মে থাকা অবস্থায় ২০১৩ সালে বিপিএলের দ্বিতীয় আসরে ম্যাচ ফিক্সিংয়ের দায়ে ৫ বছর নিষিদ্ধ হন আশরাফুল। পরে দুই বছর শাস্তি কমিয়ে আনে আইসিসি। আগামী বছরের মাঝামাঝি সময়ে তার ক্রিকেটে ফেরার কথা রয়েছে।
বিডি-প্রতিদিন/২৩ ডিসেম্বর, ২০১৫/মাহবুব