আমেরিকান বন্ধু শ্যানন ম্যারিকে বিয়ের কথা অস্বীকার করেছেন ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন। নিজের টুইটার একাউন্টে এ বিষয়ে গণমাধ্যমের খবর নাকচ করে এক বিবৃতি দিয়েছেন তিনি।
টুইটার পোস্টে ৫২ বছর বয়সী আজহার লিখেন, 'আমার তৃতীয় বিয়ের খবর সঠিক না, মিথ্যা। সংবাদ প্রকাশের আগে খতিয়ে দেখুন।'
শনিবার স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ভারতের সাবেক অধিনায়ক আজহার তার দীর্ঘদিনের আমেরিকান বন্ধু শ্যানন ম্যারিকে বিয়ে করেছেন। এই নিয়ে তৃতীয় বিয়ে করলেন তিনি।
উল্লেখ্য, আজহারউদ্দিন প্রথম বিয়ে করেন নওরিনকে। নয় বছর টেকে তার প্রথম সংসার। তারপর নওরিনকে ডিভোর্স দিয়ে বলিউড অভিনেত্রী সঙ্গীতা বিজলানিকে বিয়ে করেন। ২০১০ সাল থেকে তারা আলাদা হয়ে যান। এরপর ২০১৫ সালে তাদের ডিভোর্স হয়। দ্বিতীয় বিচ্ছেদ পরবর্তী সময়ে ব্যাডমিন্টন খেলোয়াড় জোয়ালা গুত্তার সঙ্গে আজহারের সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। পরে অবশ্য সে গুজব টেকেনি।
বিডি-প্রতিদিন/২১ ডিসেম্বর ২০১৫/শরীফ