বিপিএলের তৃতীয় আসরে দেশিয় ব্যাটসম্যানরা আশানুরূপ পারফরম্যান্স দেখাতে না পারলেও এক্ষেত্রে সফল বোলাররা। বিশেষ করে বলতে হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তরুণ পেসার আবু হায়দার রনির কথা। ইতিমধ্যে এবারের বিপিএলের শুরু থেকেই দুর্দান্ত বল করে সকলের নজর কেড়েছেন তিনি। ৯ ম্যাচ খেলে এখন পর্যন্ত ১৬টি উইকেট নিয়ে সেরা উইকেট শিকারিদের তালিকায় সাকিব আল হাসানের সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন রনি।
মঙ্গলবার রংপুর রাইডার্সের বিপক্ষে ৪ ওভার বল করে ২৮ রান দিয়ে ২ উইকেট নেন রনি। এদিন, সৌম্য সরকার ও মোহাম্মদ নবীকে সাজঘরে পাঠান এই তরুণ পেসার। এর আগে, তার উইকেট শিকারের সংখ্যা ছিলো ১৪টি।
আবু হায়দার রনির কুমিল্লা ভিক্টোরিয়ান্স সবার আগে শেষ চারে খেলা নিশ্চিত করেছে। এই ম্যাচের আগে আট ম্যাচ খেলে ছয়টিতে জিতেছে তারা। রনির সেরা বোলিং ফিগার হচ্ছে ৪/২৮।
বিডি-প্রতিদিন/০৯ ডিসেম্বর, ২০১৫/মাহবুব