বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২৬তম ম্যাচে কুমিল্লাকে ২১ রানে হারিয়ে জয় পেয়েছে রংপুর। ১৫৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এক বল বাকি থাকতে ১৩২ রানে গুটিয়ে যায় মাশরাফির কুমিল্লা।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কুমিল্লার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বিপিএলের লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্কোরবোর্ডে ছয় উইকেটে ১৫৩ রান তোলে রংপুর রাইডার্স। জহুরুল ইসলামের অপরাজিত অর্ধশতকে ভর করে কুমিল্লাকে ১৫৪ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় রংপুর।
১৫৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৩২ রান।
বিডি-প্রতিদিন/ ০৮ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন