আইসিসি টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়েছেন সাকিব আল হাসান। রংপুর রাইডার্স অধিনায়ককে পেছনে ফেলে এই স্থান দখল করেছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন।
সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে দিল্লি টেস্টের পারফরম্যান্সের বিবেচনায় সাকিবকে পিছনে ফেলেছেন অশ্বিন। দুই ইনিংসে সাত উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার। একইসঙ্গে ব্যাট হাতে একমাত্র ইনিংসে করেছেন ৫৬ রান। সব মিলিয়ে এই সিরিজে নিয়েছেন ৩১ উইকেট।
২০১৩ সালেও টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছিলেন অশ্বিন। দ্বিতীয়বারের মত সিংহাসনে বসা অশ্বিনের রেটিং পয়েন্ট ৪০৬। দুইয়ে থাকা সাকিব আল হাসানের রেটিং পয়েন্ট ৩৮৪।
এরপর যথাক্রমে সেরা পাঁচে আছেন- ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড ৩১৫, দক্ষিণ আফ্রিকার ভারনন ফিল্যান্ডার ২৯৮ ও অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ২৬০।
বিডি-প্রতিদিন/০৮ ডিসেম্বর, ২০১৫/মাহবুব