২০১৬-১৭ মৌসুমের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দু’টি নতুন দলের নাম ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দুর্নীতির দায়ে নিষিদ্ধ চেন্নাই সুপার কিং ও রাজস্থান রয়্যালসের পরিবর্তে সেই জায়গায় খেলবে পুনে ও রাজকোট।
মঙ্গলবার চেন্নাই ও রাজস্থানের পরিবর্তে দু’টি দলের জন্য নতুন করে নিলাম ডাকে আইপিএল গভর্নিং বডি। তাতে সঞ্জীব গোয়েন্কা নিউ রাইজিং (পুনে) ১৬ কোটি টাকা দিয়ে কিনে নেন। অন্যদিকে, রাজকোটকে ১০ কোটি টাকার বিনিময়ে কেনে ইনটেক্স।
প্রসঙ্গত, চলতি বছরের ১৪ জুলাই দুর্নীতির দায়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)'র সবচেয়ে সফল দল মাহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ও লিগের প্রথম চ্যাম্পিয়ন দল রাজস্থান রয়্যালসকে নিষিদ্ধ করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
বিডি-প্রতিদিন/০৮ ডিসেম্বর, ২০১৫/মাহবুব