চার-ছক্কার বন্যা বইয়ে দেওয়ার গোষনা দিয়ে ঢাকায় পা রেখেছিলেন ক্রিস গেইল। ঢাকায় আসার আগেই স্বদেশি এভিন লুইসের সেঞ্চুরি দেখে টুইটারে তাকে বার্তা দিয়ে ক্রিস বলেছিলেন, 'আমার জন্য একটি (সেঞ্চুরি) তুলে রেখো।' ঢাকায় পা রেখেও সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন ছক্কা দিয়েই সাক্ষাৎ হবে। ছক্কা মেরেছেন ঠিকই। কিন্তু ওই একটি ছক্কাই ভরসা। মাত্র ৮ রান নিয়ে মাঠ ছাড়তে হয় ক্যারিবিয়ান এই ব্যাটিং দানবকে।
যে গেইলের ওপর অনেক আস্থা বরিশাল বুলসের, যাকে খেলাতে বরিশাল ফ্রাঞ্চাইজি মালিককে গুনতে হবে ম্যাচ প্রতি প্রায় ২৮ লাখ টাকা; সেই গেইলের ব্যাট থেকে একটিমাত্র ছক্কার প্রহসন বুলস সমর্থকদের মন ভেঙে দিয়েছে। মাত্র ৮ রানে গেইল আউট হওয়াটাই শুধু দুঃসংবাদ নয়, তার চেয়েও ভয়ঙ্কর ব্যপার হচ্ছে মাত্র ৫৮ রানেই অলআউট হয়ে গেছে তার দল।
বিপিএলের প্রথম দুই আসরে প্রথম ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন গেইল। এ কারণে এবারও গেইলের দিকে দৃষ্টি ছিল সবার। এ ম্যাচেও সেঞ্চুরি করতে পারলে টানা তিন আসরে নিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি করার অনন্য এক রেকর্ড গড়তেন তিনি; কিন্তু এদিন ৮ বল মোকাবেলা করে ৮ রান নিয়ে মোহাম্মদ শহিদের বলে ক্যাচআউট হয়ে বিদায় নিতে হয় এই ধামাকা ব্যাটসম্যানকে।
আর বিপিএলে নিজেদের সর্বনিম্ন রান করে ১৬ ওভারে অলআউট হয়ে যায় দলটি। মোহাম্মদ সামি ও এভিন লুইস ছাড়া বরিশালের কোনো ব্যাটসম্যানই দুই অঙ্কের রান সংগ্রহ করতে পারেননি।
সিলেট সুপারস্টার্সের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন রবি বোপারা। এ ছাড়া ২টি করে উইকেট নিয়েছেন শহিদ আফ্রিদি, মোহাম্মদ শহীদ ও রুবেল হোসেন।
জবাবে ব্যাটিং করতে নেমে সহজেই বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মুশফিকের সিলেট। জুনাইদ সিদ্দিকির ৩৪ রান ও নুরুল হাসানের ১৯ রানে ১১.২ ওভারেই ৯ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় আফ্রিদি বাহিনী। বরিশালের হয়ে একমাত্র উইকেটটি নিয়েছেন মোহাম্মদ সামি।
এদিকে প্রথম ম্যাচে সেঞ্চুরি না করতে পারলেও আরও চারটি ম্যাচ খেলার সুযোগ পাবেন গেইল। সেক্ষেত্রে ওই ম্যাচের কোন একটিতে তিন অংকের ঘর ছুঁতে পারলে, টানা তিন আসরে সেঞ্চুরি করার গৌরব অর্জন করবেন এই ক্যারিবিয়ান ব্যাটসম্যান।
প্রথম আসরে বরিশাল বার্নাসের হয়ে সিলেট রয়ালসের বিপক্ষে ৪৪ বলে করেছিলেন অপরাজিত ১০১ রানের দানবীয় ইনিংস। একই আসরে ঢাকা গ্লাডিয়েটর্সের বিপক্ষে ৬১ বলে ১১৬ রানের আরও একটি দুর্দান্ত ইনিংস ছিল তার। পরের আসরে মাত্র একটি ম্যাচ খেলেছিলেন গেইল। ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে সিলেট রয়্যালসের বিপক্ষে ৫১ বলে ১১৪ করেছিলেন এই ক্রিকেট দানব।
বিডি-প্রতিদিন/০৬ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ