চীনের শেনজেন শহরে গতকাল অনুষ্ঠিত অর্ধ ম্যারাথনে এক পুরুষ দৌড়বিদের মৃত্যু হয়েছে। ইয়াও ডাকনামের ৩৩ বছর বয়সী ওই দৌড়বিদ ফিনিশ লাইন থেকে মাত্র চারশ' মিটার দূরে থাকতেই হঠাৎ করে মাটিয়ে লুটিয়ে পড়েন। পড়ে দৌড়ের ট্র্যাকেই তার মৃত্যু হয়। সংবাদ সংস্থা শিনহুয়া তাদের এক প্রতিবেদনে একথা জানিয়েছে। খবর অাইএএনএস'র
ইয়াও যে এই প্রথম ম্যারাথনে অংশ নিয়েছেন তা নয়। ম্যারাথনে অংশ নেয়ার তার অনেক অভিজ্ঞতা ছিল বলে তার বন্ধুরা জানিয়েছেন। এমনকি গত মাসেই স্থানীয় একটি অাধা ম্যারাথনে অংশ নিয়েছিলেন ইয়াও। তখন তিনি ২ ঘণ্টা ১০ মিনিট পর্যন্ত দৌড়েছিলেন। আর শেনেজেনের ১৩.১ মাইলের আধা ম্যারাথনে দুর্ঘটনার আগ পর্যন্ত তিনি আঘাই ঘণ্টা পর্যন্ত দৌড়েছিলেন।
বিডি-প্রতিদিন/৬ ডিসেম্বর ২০১৫/শরীফ