সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দিল্লি ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে চলমান চতুর্থ টেস্টে স্বাগতিক ভারত ৫ উইকেটে ২৬৭ রান তুলে তাদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে। ফলে তাদের সামগ্রিক লিড দাঁড়িয়েছে ৪৮০ রান। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করেছেন মিডলঅর্ডার ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে। ২০৬ বলে ৮টি চার ও ৩টি ছক্কার মাধ্যমে অপরাজিত একশ' রান করেন রাহানে। টেস্টে এটা তার ৬ষ্ঠ সেঞ্চুরি। অার অধিনায়ক বিরাট কোহলি মাত্র ১২ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন। প্রোটিয়াদের মরনি মর্কেল ৩টি উইকেট এবং ইমরান তাহির ও কাইল অ্যাবোট ১টি উইকেট নিয়েছেন।
দিল্লি টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করে ভারত তাদের প্রথম ইনিংসে ৩৩৪ রান সংগ্রহ করে। আজিঙ্কা রাহানে দলের হয়ে সর্বোচ্চ ১২৭ রান করেন। আর স্পিনার রবিচন্দ্রন অশ্বিন করেন দ্বিতীয় সর্বোচ্চ ৬৬ রান। জবাবে সফরকারী দক্ষিণ আফ্রিকা তাদের ইনিংসে মাত্র ১২১ রান তুলে। ফলে ভারত প্রথম ইনিংসে ২১৩ রানের লিড পায়।
দিল্লি টেস্টের মাধ্যমে আজিঙ্কা রাহানে রেকর্ডবুকে ঢুকে গেছেন। তা হলো তার আগে মাত্র চারজন ভারতীয় ক্রিকেটার কোনো টেস্টের উভয় ইনিংসে সেঞ্চুরি করতে সক্ষম হয়েছেন। তারা হলেন হাজারে, গাভাস্কার, দ্রাবিড় ও বিরাট কোহলি।
এদিকে, জয়ের জন্য ৪৮১ রানের বিশাল টার্গেট তাড়া করে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে সফরকারী প্রোটিয়া। শেষ খবর পর্যন্ত ৫ রান তুলতেই ১ উইকেট হারিয়েছে তারা। ওপেনার ডিন এলগার মাত্র ৪ রান করেই স্পিনার অশ্বিনের বলে আউট হয়ে ফিরে গেছেন।
উল্লেখ্য, চার ম্যাচ টেস্ট সিরিজটি ইতোমধ্যে ২-০ তে সিরিজ জিতে নিয়েছে ভারত। চেন্নাইয়ে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্ট ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।
বিডি-প্রতিদিন/৬ ডিসেম্বর ২০১৫/শরীফ