জোড়া গোল করলেন করিম বেনজেমা। একটি করে গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও গ্যারেথ বেল। আক্রমণভাগের তিন তারকা জ্বলে ওঠার দিনে গেটাফেকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। তবে এই ম্যাচ জেতার পরও লা লিগায় টেবিলে তিন নম্বরেই রয়েছে রাফায়েল বেনিতেজের দল।
বার্সেলোনার কাছে ঘরের মাঠে এল ক্লাসিকোয় বিধ্বস্ত হওয়া, লিগের শীর্ষস্থান হারিয়ে তিন নম্বরে নেমে যাওয়া, সবশেষ এক ম্যাচের নিষেধাজ্ঞায় থাকা খেলোয়াড়কে খেলিয়ে কোপা দেল রে থেকে বহিষ্কার -সব মিলিয়ে বাজে সময় যাচ্ছিল রিয়ালের। কিন্তু এদিন অবশ্য গেটাফের বিরুদ্ধে নিজেদের অনবদ্যভাবে মেলে ধরেন রিয়াল। ম্যাচের চার মিনিটেই করিম বেনজামা গোল করে রিয়ালকে এগিয়ে দেন। এরপর ১৬ মিনিটে ফের গোল করে ব্যবধান দ্বিগুণ করেন বেনজামা।
এরপর ৩৫ মিনিটে বেল এবং ৩৮ মিনিটে রোনালদো গোল করলে ৪-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল। বিরতির পর অবশ্য আর কোনো গোল পায়নি স্বাগতিকরা। তবে ম্যাচের ৭০ মিনিটে গেটাফের হয়ে একটি গোল শোধ করেন অ্যালেক্সিস।
বিডি-প্রতিদিন/০৬ ডিসেম্বর, ২০১৫/মাহবুব