লা লিগায় টানা ছয় ম্যাচ জয়ের পর স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাকে রুখে দিল ভ্যালেন্সিয়া। এদিন, মেসি-নেইমার-সুয়ারেজরা একের পর এক আক্রমণ করলেও ভ্যালেন্সিয়ার মাঠে ১-১ গোলের ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে লুইস এনরিককের শিষ্যদের।
ম্যাচের ষষ্ঠ মিনিটে গোলের প্রথম সুযোগ তৈরি করে বার্সেলোনা। তবে ডি-বক্সে ঢুকে পড়া নেইমারের শট চলে যায় ক্রসবারের অনেক উপর দিয়ে। এর ২০ মিনিট পর গোলের সহজ সুযোগ নষ্ট করেন মেসি। নেইমারের বাড়ানো বল আর্জেন্টিনার এই ফরোয়ার্ড তুলে দেন সরাসরি গোলরক্ষকের হাতে। এভাবে প্রথমার্ধে বেশ কয়েকটি আক্রমণ করলেও গোলের দেখা পায়নি মেসি-নেইমার-সুয়ারেজরা।
বিরতির পর ৫৯তম মিনিটে পাল্টা আক্রমণে দলকে এগিয়ে দেন সুয়ারেজ। মেসির উঁচু পাস থেকে ডি-বক্সে বল পেয়ে দুরূহ কোণ থেকে গোলরক্ষককে পরাস্ত করেন উরুগুয়ের এই তারকা। লা লিগায় এ মৌসুমে সুয়ারেজের গোল হলো ১৩টি। এ তালিকায় ১৪ গোল করে সবার উপরে নেইমার।
ম্যাচের ৭৮তম মিনিটে গোলের প্রথম ভালো সুযোগটা পায় ভ্যালেন্সিয়া। রদ্রিগো দে পলের শট কোনোমতে ঠেকান গোলরক্ষক ক্লাওদিও ব্রাভো। তবে শেষ রক্ষা হয়নি ৮৬ মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণে সমতায় ফেরে স্বাগতিকরা। লম্বা বাড়ানো বল দারুণভাবে নামিয়ে পাকো আলকাসার বাড়িয়েছিলেন সান্তি মিনাকে। জোরাল শটে ব্রাভোকে পরাস্ত করেন তরুণ এই স্প্যানিশ ফরোয়ার্ড।
এরপর যোগ করা সময়ে মেসির জোরাল শট গোলরক্ষক ঠেকিয়ে দিলে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় মেসি-নেইমারদের। যদিও ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে লা লিগায় শীর্ষে আছে বার্সেলোনা।
বিডি-প্রতিদিন/০৬ ডিসেম্বর, ২০১৫/মাহবুব