স্প্যানিশ ফুটবল ফেডারেশন (এফইএফ) কোপা ডেল রে থেকে বহিষ্কার করেছে রিয়াল মাদ্রিদকে। এক ম্যাচের নিষেধাজ্ঞায় থাকা দেনিস চেরিশেভকে খেলানোর অপরাধে এ সাজা পেতে হলো স্প্যানিশ জায়ান্ট ক্লাবটিকে।
এবারের কোপা ডেল রে'র আসরে রিয়াল আর অংশ নিতে পারবে না বলে নিশ্চিত করেছেন স্প্যানিশ ফুটবল ফেডারেশন (এফইএফ) টুর্নামেন্ট কমিটির প্রধান ফ্রান্সিসকো রুবিয়ো।
স্পেনের ফুটবলের তৃতীয় সারির দল কাদিসের বিপক্ষে কোপা ডেল রে'র চতুর্থ রাউন্ডে নিষেধাজ্ঞা সত্ত্বেও রুশ উইঙ্গার চেরিশেভকে অবৈধভাবে খেলায় রিয়াল। এক ম্যাচের নিষেধাজ্ঞায় ছিলেন চেরিশেভ। ওই ম্যাচে রিয়ালের হয়ে নেমে চেরিশেভ একটি গোলও পান। তৃতীয় মিনিটে দলকে এগিয়ে দেওয়া গোলটি করেন তিনি। অবশ্য নিষেজ্ঞার বিষয়টি রিয়ালের টিম ম্যানেজমেন্ট বা চেরিশেভের মাথায়ও ছিল না বলে দাবি করা হচ্ছে ক্লাব থেকে। কিন্তু, অপরাধ যেহেতু হয়ে গেছে, সাজা তো পেতেই হবে। তাই আসর থেকেই বাদ পড়লো ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাবটি।
কোপা ডেল রে'র আসরে খেলতে হলে রিয়ালকে স্পেনের সর্বোচ্চ ক্রীড়া আদালতের কাছে আপিল করতে হবে। 'অনিচ্ছাকৃত' অপরাধে দোষী রিয়ালকে তার আগে অবশ্য ফেডারেশনের আপিল কমিটির কাছে যেতে হবে।
বিডি-প্রতিদিন/০৫ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ