২০০৬ বিশ্বকাপের ফাইনালে ইতালিয়ান ডিফেন্টার মার্কো মাতেরাজ্জিকে ঢুঁস মেরে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন জিনেদিন জিদান। একইসঙ্গে শেষ হয় ফ্রান্সের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন। এবার বাবার পথে হাঁটলেন জিদানের ছেলে লুকা।
বর্তমানে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের যুব দলের হয়ে খেলেন গোলরক্ষক লুকা। গতকাল সোমবার নগর প্রতিদ্বন্দ্বী ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের যুব দলের মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদের যুব দল। ওই ম্যাচে ৪-২ গোলে হারে রিয়াল। অ্যাটলেটিকোর বিপক্ষে একের পর এক গোল হজমের পর মেজাজ হারিয়ে ফেলেন রিয়াল গোলরক্ষক।
ম্যাচের এক পর্যায়ে প্রতিপক্ষ দলের এক খেলোয়াড়ের সঙ্গে বিবাদে জড়িয়ে তাকে মাথা দিয়ে ঢুঁস মেরে বসেন লুকা। সঙ্গে সঙ্গে লাল কার্ড দেখিয়ে লুকাকে মাঠ ছাড়তে বাধ্য করেন তিনি।
প্রসঙ্গত, ২০০৬ বিশ্বকাপে একই ঘটনার জন্য লাল কার্ড দেখেছিলেন ফ্রান্স অধিনায়ক জিদান। ওই ম্যাচে শেষ পর্যন্ত টাইব্রেকার ভাগ্যে হেরে যায় ফরাসিরা। বর্তমানে রিয়াল মাদ্রিদের যুব দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন জিদান।
বিডি-প্রতিদিন/০১ ডিসেম্বর, ২০১৫/মাহবুব