নিকট ভবিষ্যতে বিশ্বের টেস্ট ক্রিকেট খেলুড়ে দেশগুলোর ক্রিকেট বোর্ড নিয়মিতভাবেই দিবারাত্রির টেস্ট ম্যাচ আয়োজন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অাইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন। অ্যাডিলেডে স্বাগতিক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম দিবারাত্রির টেস্ট সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট দেশগুলোকে অভিবন্দন জানিয়ে একথা বলেন তিনি। এর মাধ্যমে টেস্ট ক্রিকেটে নতুন সূচনা হয়েছে বলেও অাইসিসির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান রিচার্ডসন। খবর পিটিঅাই'র
অ্যাডিলেডে অনুষ্ঠিত প্রথম দিবারাত্রি ও গোলাপি বলের টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয় পায়। নভেম্বরের ২৭ তারিখে এ টেস্ট শুরু হয়। গতকাল তিনদিনেই এ টেস্টের ফলাফল চলে আসে। প্রথম দিবারাত্রির টেস্টে সফরকারী নিউজিল্যান্ড টসে জিতে প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে ২০২ রান সংগ্রহ করে। জবাবে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ২২৪ রান তুলে। ফলে ২২ রানে পিছিয়ে থেকে কিউইরা তাদের দ্বিতীয় ইনিংসে ২০৮ রান সংগ্রহ করে। ফলে প্রথম দিবারাত্রির টেস্টে অজিদের জয়ের জন্য টার্গেট দাঁড়ায় ১৮৭ রান যা তারা ৭ উইকেট হারিয়ে তুলে নেয়। প্রথম দিবারাত্রির টেস্টে ম্যাচ সেরা হন অস্ট্রেলিয়ার যশ হ্যাজলউড। তিনি দুই ইনিংস মিলিয়ে ৯টি উইকেট নেন। এই টেস্টে আম্পায়ারের দায়িত্বে ছিলেন ভারতের সুন্দরাম রবি ও ইংল্যান্ডের রিচার্ড কেথ ইলিংওয়ার্থ।
ডেভিড রিচার্ডসন বলেন, 'আমার পূর্ণ আস্থা আছে যে অারো ক্রিকেট বোর্ড কর্তৃক দিবারাত্রি টেস্টের ধারণা গ্রহণ অব্যাহত থাকবে যাতে করে তা টেস্ট ক্রিকেট সময়সূচির নিয়মিত বৈশিষ্ট্যে পরিণত হয়।'
সব ভেন্যুতে দিবারাত্রির টেস্ট অায়োজন সম্ভব না হলেও তা ক্রিকেটার, দর্শক, ভক্ত, প্রচারমাধ্যম সবার জন্য একটি নতুন মাত্রা দিবে বলে মনে করেন রিচার্ডসন। তিনি বলেন, ' প্রতিটি ভেন্যুতে দিবারাত্রির টেস্ট আয়োজন সম্ভব না হলেও তা নিশ্চিতভাবেই খেলোয়াড়, ভ্ক্ত ও দর্শকসহ সংশ্লিষ্ট সবার জন্য একটি নতুন মাত্রা দিয়েছে এবং দিবারাত্রির টেস্ট অব্যাহত থাকবে।'
বিডি-প্রতিদিন/৩০ নভেম্বর ২০১৫/শরীফ