টেস্ট ক্রিকেটে এতদিন আমরা দিনের খেলার মাঝখানে লাঞ্চ বা মধ্যহ্ণভোজের বিরতির কথা শুনে আসছি। টিভি বা স্মার্টফোনের পর্দায় যারা টেস্ট খেলা দেখতে অভ্যস্ত তারা 'লাঞ্চ ব্রেক' শব্দগুচ্ছটির সঙ্গেই পরিচিত। তবে এবার এক্ষেত্রে ব্যত্যয় ঘটলো। অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে ২৭ নভেম্বর থেকে শুরু হয়েছে টেস্ট ক্রিকেট ইতিহাসে প্রথম দিবারাত্রির টেস্ট। সেইসঙ্গে এই টেস্টেই প্রথমবারের মতো ব্যবহৃত হচ্ছে 'গোলাপি' বল। পর্দায় যারা স্বাগতিক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার এই টেস্ট ম্যাচ দেখছেন তাদের লাঞ্চ নয়, ডিনার শব্দটি-ই এখন চোখে পড়ছে।
'ডিনার ব্রেক' শব্দগুচ্ছটি শুনতে এখন একটু বেখাপ্পা লাগলেও ক্রিকেট ভক্তরা অবশ্যই ধীরে ধীরে নিজেদেরকে এর সঙ্গে মানানসই করে নিবে। কারণ সামনের দিনে নিয়মিত-ই দিবারাত্রির টেস্ট অায়োজনের কথা শোনা যাচ্ছে। এমনকি আগামী বছর বাংলাদেশেও গোলাপি বলের টেস্ট ম্যাচ হওয়ার কথা রয়েছে।
এদিকে, এডিলেডে ইতিহাসের প্রথম দিবারাত্রির টেস্টে জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার মাত্র ১৮৭ রান। শেষ খবর পর্যন্ত অজিরা ৪ উইকেট হারিয়ে ১১৫ রান সংগ্রহ করেছে। জয়ের জন্য ৬ উইকেটে হাতে রেখে এখন তাদের দরকার আর মাত্র ৭২ রান। ফলে নাটকীয় কিছু না ঘটলে অ্যাডিলেড টেস্টে জয় অজিদের এখন সময়ের ব্যাপারই মনে হচ্ছে।
অজিরা তাদের প্রথম ইনিংসে ২২৪ রান করে। আর সফরকারী কিউইদের প্রথম ইনিংসের সংগ্রহ ছিল ২০২ রান। ফলে ২২ রানে পিছিয়ে থেকে নিউজিল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ২০৮ রান তুলতে সক্ষম হয়। ফলে অজিদের জয়ের জন্য লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১৮৭ রান। কিউইদের দ্বিতীয় ইনিংসের ৬টি উইকেট নিয়েছেন যশ হ্যাজলউড। আর মিশেল মার্শ ৩টি ও নাথান লিয়ন নেন ১টি উইকেট। এর আগে
উল্লেখ্য, তিন ম্যাচ টেস্ট সিরিজে এখন ১-০ তে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। ব্রিসবেনে অনুষ্ঠিত প্রথম টেস্টে ২০৮ রানের বড় জয় পায় অজিরা। আর পার্থে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্ট ড্র হয়। ফলে অ্যাডিলেড টেস্টে জয় পেলে সিরিজ জিতে নিবে অজিরা।
বিডি-প্রতিদিন/২৯ নভেম্বর ২০১৫/শরীফ