এডিলেডে ইতিহাসের প্রথম দিবারাত্রির টেস্টে জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার মাত্র ১৮৭ রান। অজিদের প্রথম ইনিংসের চেয়ে ২২ রানে পিছিয়ে থেকে সফরকারী নিউজিল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ২০৮ রান তুলতে সক্ষম হয়। ফলে এই টেস্টে জয় পেতে অজিদের দরকার ওই রান। কিউইদের দ্বিতীয় ইনিংসের ৬টি উইকেট নিয়েছেন যশ হ্যাজলউড। আর মিশেল মার্শ ৩টি ও নাথান লিয়ন নেন ১টি উইকেট।
২৭ নভেম্বর থেকে অ্যাডিলেড টেস্ট শুরু হয়েছে। ফলে আজ এই টেস্টের তৃতীয় দিন। টসে জিতে প্রথমে ব্যাটিং করে কিউইরা তাদের প্রথম ইনিংসে ২০২ রান তুলে অলআউট হয়ে যায়। জবাবে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ২২৪ রান সংগ্রহ করে। ফলে কিউইদের প্রথম ইনিংসের চেয়ে ২২ রানের লিড পায় তারা। অজিদের প্রথম ইনিংসে সর্বোচ্চ ৬৬ রান করেন পিটার নেভিল। আর অধিনায়ক স্টিভেন স্মিথ করেন ৫৩ রান। সফরকারীদের হয়ে প্রথম ইনিংসে সর্বোচ্চ ৫০ রান করেন লাথাম আর দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৪৫ রান করেন সান্টনার।
অ্যাডিলেড টেস্টেই ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো গোলাপি বল ব্যবহৃত হচ্ছে।
উল্লেখ্য, তিন ম্যাচ টেস্ট সিরিজে এখন ১-০ তে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। ব্রিসবেনে অনুষ্ঠিত প্রথম টেস্টে ২০৮ রানের বড় জয় পায় অজিরা। আর পার্থে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্ট ড্র হয়। ফলে অ্যাডিলেড টেস্টে জয় পেলে সিরিজ জিতে নিবে অজিরা।
বিডি-প্রতিদিন/২৯ নভেম্বর ২০১৫/শরীফ