লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের জোড়া গোলে রোমাকে ৬-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বার্সালোনা। দলের পক্ষে বাকি দুটি গোলের একটি করেন স্প্যানিশ ডিফেন্ডার জেরার্ড পিকে ও নেইমারে জাতীয় দলের সতীর্থ আদ্রিয়ানো। অন্যদিকে, রোমার হয়ে একমাত্র গোলটি করেন জেকো।
মঙ্গলবার রাতে ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে রোমার বিপক্ষে ম্যাচের ১৫তম মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। ব্রাজিল ফরোয়ার্ড নেইমারের লম্বা করে বাড়ানো বল দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে সুয়ারেজকে দেন দানি আলভেস; উরুগুয়ে ফরোয়ার্ড নিখুঁত শটে রোমা গোলরক্ষককে পরাস্ত করেন।
এর ৩ মিনিট পরই মেসি গোলে ব্যবধান দ্বিগুণ করে নেয় বার্সেলোনা। নিজেদের মধ্যে বল দেওয়া-নেওয়া করতে করতে মেসিকে বল বাড়ান সুয়ারেজ। বাঁ দিক থেকে আর্জেন্টিনার এই ফরোয়ার্ডের শট মাটিতে পড়ে অনেকটা বাক খেয়ে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে পায়। প্রথমার্ধের শেষ দিকে সুয়ারেজের দারুণ এক গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় লুইস এনরিকোর শিষ্যরা।
দ্বিতীয়ার্ধের ৫৬তম মিনিটে বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকে এবং ৫৯তম মিনিটে মেসির দ্বিতীয় গোলে চ্যাম্পিয়ন্স লিগের টানা নয় ম্যাচে জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় বার্সেলোনার। এরপর ম্যাচের ৭৭তম মিনিটে গোলের সুযোগ আসে নেইমারের সামনে। বক্সের মধ্যে নেইমার ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সা। ব্রাজিলিয়ান তারকার দুর্বল শট রুখে দেন রোমা গোলরক্ষক। তবে ফিরতি শটে স্কোরলাইন ৬-০ করে দেন ব্রাজিলিয়ান তারকা আদ্রিয়ানো। ম্যাচের শেষমুহূর্তে বার্সেলোনা গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেনকে পরাস্ত করে ব্যবধান কমান ফরোয়ার্ড জেকো।
এ জয়ের ফলে পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে উঠেছে বার্সেলোনা। প্রথম লেগে ইতালি থেকে ১-১ গোলের ড্র নিয়ে ফিরেছিল প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়নরা।
বিডি-প্রতিদিন/২৫ নভেম্বর, ২০১৫/মাহবুব