দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা নতুন খেলোয়াড় হয়েছেন উদীয়মান ক্রিকেটার পেসার কাগিসো রাবাদা।
গত বছর মাত্র ১৯ বছর বয়সে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার হয়ে ওডিআইতে অভিষেক হয় তার। বাংলাদেশের বিপক্ষে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম ম্যাচে মাত্র ১৬ রানে ৬ উইকেট নিয়ে অভিষেক ম্যাচেই বিশ্বের সেরা বোলারের তালিকায় শীর্ষে উঠেণ এই পেসার। অস্ট্রেলিয়ার বিপক্ষে মাখায় এনটিনির করা ২২ রানের ৬ উইকেটেকেও ছাড়িয়ে যান তিনি। ওই ম্যাচে বিশ্বের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে রাবাদা অভিষেকে হ্যাটট্রিক করেন। প্রোটিয়াদের টেস্ট দলেও নিয়মিত খেলছেন রাবাদা।
বিডি-প্রতিদিন/২৪ নভেম্বর ২০১৫/শরীফ