দিনাজপুর বড় ময়দানে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় অধূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা-২০১৫-১৬ এর চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেয় রংপুর ও নীলফামারী জেলা ক্রিকেট দল। চ্যাম্পিয়ন হয় নীলফামারী ক্রিকেট দল। আজ রবিবার খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ম্যান অব দ্যা ফাইনাল হয় নীলফামারী জেলা ক্রিকেট দরের নাজমুন নাহিদ পাভেল।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার।
বিডি-প্রতিদিন/২২ নভেম্বর ২০১৫/শরীফ