তবে কি বোর্ডের পাপের ফলই ভুগতে হচ্ছে বার্সেলোনাকে! এল ক্লাসিকোতে ওমন দুর্দান্ত একটা জয়ের (৪-৩) পর টানা দুটি ম্যাচে কিভাবে পরাজয় মেনে নিলেন মেসিরা! ফুটবল দুনিয়ায় অ্যাটলেটিকো মাদ্রিদ এবং গ্রানাডার কাছে বার্সেলোনার টানা দুটি পরাজয় বিস্ময়েরই সৃষ্টি করেছে। তবে কি কাতালানদের জারিজুরি সব খতম! লা লিগায় গ্রানাডার কাছে ১-০ গোলে হেরেছে বার্সেলোনা।
গত শনিবার রাত পেরিয়ে ভোরের আলো ফুটতেই বিস্ময়ের সঙ্গে এই সংবাদের মুখোমুখি হলেন ফুটবলভক্তরা। বার্সেলোনার পরাজয়ের রাতে আলমেরিয়াকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। মেসি, নেইমার, ইনিয়েস্তাদের দুর্দান্ত সব আক্রমণ গ্রানাডার প্রাচীরে আঘাত খেয়ে ফিরে এসেছে বার বার। এরই মধ্যে মেসি-নেইমারকে হলুদ কার্ডের ইশারায় সতর্কও করেছেন রেফারি কার্লোস ডেলগাদো। গত শনিবার আন্দেস ইনিয়েস্তা বার্সেলোনার জার্সিতে ৫০১তম ম্যাচ খেলেছেন। জাভির অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্বও পালন করেছেন। তবে দলকে জয় উপহার দিতে পারেননি তিনি। বার্সেলোনার এই পরাজয় লা লিগায় শিরোপা লড়াই থেকে বর্তমান চ্যাম্পিয়নদের অনেকটা দূরেই সরিয়ে দিল। ৩৩ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে বার্সেলোনা নেমে গেছে তিন নম্বরে। সমান ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ।
এক ম্যাচ কম খেলে অ্যাটলেটিকো মাদ্রিদের সংগ্রহ ৭৯ পয়েন্ট। গত রাতে জয় পেয়ে থাকলে অ্যাটলেটিকো ৮২ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে উঠে গেছে। তবে মৌসুমের শেষ ম্যাচে বার্সেলোনা-অ্যাটলেটিকো মাদ্রিদ মুখোমুখি হবে ন্যু ক্যাম্পে। সে ম্যাচে কাতালানরা জয় পেলে লা লিগার শিরোপা জিততে পারে রিয়াল মাদ্রিদই।