বিশ্বকাপ দাঁড়িয়ে আছে ব্রাজিলের দরোজায়। ২০০২ সালের বিশ্বকাপজয়ী কোচ স্কলারির কাঁধে নেইমারদের দায়িত্ব। আরও একটি বিশ্বকাপ ব্রাজিলিয়ানদের উপহার দিতে প্রস্তুতিও সম্পন্ন করেছেন তিনি। কিন্তু ফুটবল বিশ্লেষকদের মিলিত সুর, এবারে ব্রাজিলের কাঁধেই থাকবে সব চাপ। বর্তমান চ্যাম্পিয়ন স্পেন, জার্মানি, আর্জেন্টিনা, ইতালি কিংবা ফরাসিরা ফেবারিট হিসেবে খেললেও চাপটা থাকবে ব্রাজিলিয়ানদের উপরই। বিশেষ করে ১৯৫০ সালে মারাকানায় উরুগুয়ের কাছে পরাজয় ভুলিয়ে দিতে এবং গত বছরের ফিফা কনফেডারেশন্স কাপে শিরোপা জয়ের ধারাটা ধরে রাখার তাগিদও তো রয়েছে। এই চাপ সামলে নেওয়ার মতোই দল সাজাতে চান কোচ লুই ফিলিপ স্কলারি। এরই মধ্যে অবশ্য দলটাকে গুছিয়ে নিয়েছেন তিনি।