স্বাধীনতা কাপের শিরোপা জিতে সমর্থকদের যেন বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাল ঐতিহ্যবাহী মোহামেডান। শনিবার সন্ধ্যায় দলটি টাইব্রেকারে হারিয়েছে আলোচিত দল ফেনী সকারকে। চ্যাম্পিয়ন হয়ে দলটি পুরস্কার পায় ৫ লাখ টাকা। সে অর্থ ফুটবলারদের দিয়ে দিচ্ছে ক্লাব ম্যানেজমেন্ট। আগামী দু-একদিনের মধ্যেই একটি জমকালো অনুষ্ঠান করে পুরস্কারটি দেওয়া হবে বলে জানা যায় ক্লাব সূত্রে। অবশ্য বেশ কিছুদিন বন্ধ থাকার পর আবারও মাঠে গড়াচ্ছে পেশাদার লিগ। কাল শেখ রাসেল ও বারিধারা ম্যাচ দিয়ে শুরু হবে লিগ।
বাংলাদেশ পেশাদার লিগ শুরুর পর অস্টম আসর চলছে। দেশের সবচেয়ে ঐতিহ্যবাহী দলটি এখন পর্যন্ত পেশাদার লিগের কোনো শিরোপা জিততে পারেনি। সবশেষ লিগের শিরোপা জিতেছিল ২০০২ সালে। অবশ্য এর মধ্যে কোটি টাকার সুপার কাপ জিতেছে। জিতেছে ফেডারেশন কাপ। গত বছর শেখ রাসেলকে টাইব্রেকারে হারিয়ে সাদা-কালো শিবির জিতেছিল সুপার কাপ। ফেডারেশন কাপ সবশেষ জিতেছিল ২০১০ সালে। এবার পেশাদার লিগ জেতার জন্য জাতীয় দলের একাধিক ফুটবলারকে নিয়ে শক্তিশালী দল গড়ে মতিঝিল পাড়ার দলটি। সেই দল নিয়ে টিকে আছে লিগের লড়াইয়ে। এবারের দলের অধিনায়ক জাতীয় দলের স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি। তার অধিনায়কত্বে শিরোপা জিতেছে দল। তাতেই মহাখুশি দেশসেরা স্ট্রাইকার, 'চ্যাম্পিয়ন হয়ে খুবই ভালো লাগছে। ক্যারিয়ারে অনেক দলের হয়ে শিরোপা জিতেছি। কিন্তু এবারের শিরোপার মজাই আলাদা। আমার অধিনায়কত্বেই শিরোপা জিতেছি। যে কারণে আনন্দটা বেশি।'