ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের শিরোপা এবারও অধরাই থেকে যাচ্ছে। তবে দীর্ঘদিন পর এফএ কাপে শিরোপার খুব কাছে পৌঁছে গেছে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। গত শনিবার ওয়েম্বলি স্টেডিয়ামে সেমিফাইনালে উইগান অ্যাথলেটিকের সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় পেয়েছে আর্সেনাল। ২০০৫ সালের পর কোনো শিরোপার এতটা কাছে পৌঁছল গানাররা। ফাইনালে হালসিটি কিংবা শেফিল্ড ইউনাইটেডের কোনো এক দল আর্সেনালের মুখোমুখি হবে। ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা গত কয়েক মৌসুম ধরে নিজেদেরকে চতুর্থ দল হিসেবেই প্রমাণ করেছে। চলতি মৌসুমে শুরুর দিকে সমর্থকরা আশার আলো দেখলেও তা বেশিদিন স্থায়ী হয়নি। চেলসি, লিভারপুল আর ম্যানসিটির আধিপত্যের কাছে নতি স্বীকার করতে হয়েছে গানারদের। তবে সেরা চারে থাকার শেষ চেষ্টা এখনো বাকি। ইংলিশ প্রিমিয়ার লিগে যাই হোক, গানাররা শেষ পর্যন্ত একটা শিরোপার স্বাদ পাওয়ার খুব কাছে পৌঁছে গেছে। এফএ কাপে এবার একটা রেকর্ড গড়তে পারে আর্সেনাল। ইংলিশ ফুটবলের এই অভিজাত প্রতিযোগিতায় ১১বার শিরোপা জিতে সবার উপরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১০বার শিরোপা জিতে দ্বিতীয় স্থানে আর্সেনাল। এবার জিতলে ম্যানইউর পাশে পৌঁছে যাবে গানাররা। আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা কি ভক্তদের শিরোপা উৎসবে মেতে উঠার উপলক্ষ এনে দিতে পারবেন!