গোয়েন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন ক্রিকেট জুয়াড়ি অতনু দত্তকে দ্বিতীয়বারের মতো গ্রেফতার করছে পুলিশ। গ্রেফতার হওয়া অতনু দত্ত ভারতের নাগরিক।
আজ সকালে রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন জানান, এর আগে গত ৩ এপ্রিল বেনাপোল থেকে তাকে আটক করা হয়। পরে জামিনে বের হয়ে আসেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ চলার সময় ঢাকায় প্রথমবার গ্রেফতার হন অতনু। ২১ মার্চ ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালে তাকে মিরপুর স্টেডিয়ামে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল পুলিশ।
তখন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতিবিরোধী ও নিরাপত্তা ইউনিটের (অ্যান্টিকরাপশন অ্যান্ড সিকিউরিটি ইউনিট-আকসু) আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থাপক ধরমবীর সিং যাদব তাকে ছেড়ে দিতে অনুরোধ জানান। তখন র্যাব অতনুকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছিল।
র্যাবের দাবি, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতিবিরোধী ও নিরাপত্তা ইউনিটের (অ্যান্টিকরাপশন অ্যান্ড সিকিউরিটি ইউনিট-আকসু) আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থাপক ধরমবীর সিং যাদবের সঙ্গে তার কথোপকথনের তথ্য পাওয়া গেছে।