বিলম্বে হলেও তিন মোড়লের প্রস্তাবে সবুজ সংকেত দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বহুল আলোচিত ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল- আইসিসি'র সংস্কার প্রস্তাব মেনে নিয়েছে পিসিবি। চলতি আইসিসির বোর্ড সভায় অংশ নেওয়ার পর সংস্থাটির নতুন প্রস্তাবে সই করেন পিসিবি প্রধান নাজাম শেঠি।
সিঙ্গাপুরে গত ফেব্রুয়ারিতে আইসিসির সভায় ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তৈরি তিন মোড়লের সংশোধনী প্রস্তাব পাস করিয়ে নেয় আইসিসি। সে সময়ে পাকিস্তান ও শ্রীলঙ্কা প্রস্তাবের বিপক্ষে অবস্থান গ্রহণ করে।
তবে গত মার্চে তিন মোড়লের প্রস্তাবকে সমর্থন করে শ্রীলঙ্কা। এবার মাথা নোয়াল পাকিস্তান। পিসিবি প্রধান নাজাম শেঠি বলেছেন, আইসিসির প্রস্তাবে পাকিস্তানের ক্রিকেট উপকৃত হবে। ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেললে আগামী ৮ বছরে ৩শ’ মিলিয়ন মার্কিন ডলার আয় করবে পিসিবি।
পাকিস্তানের গাদ্দাফি স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে নাজাম শেঠি বলেন, ‘আমরা যদি বড় দলগুলোর বিপক্ষে না খেলি তাহলে আগামী দুই বছরে আমরা ব্যাংক কর্তৃক দেউলিয়া হয়ে যাবো। আমাদেরকে আইসিসির সব দলগুলোর সাথে এক লাইনে চলতে হবে। আমাদেরকে ভারতের বিপক্ষে হোম সিরিজও খেলতে হবে।'
তিনি বলেন, ‘আমাদের আয়ের অনেকাংশ আইসিসি থেকে পেয়ে থাকি। আর আইসিসির অনেকাংশ ভারত সরবরাহ করে। তাই বড় দলগুলোর প্রস্তাব আমাদেরকে মেনে নিতে হয়েছে। আমি আগেও বলেছি আমাদের স্বার্থ ঠিক রেখেই আমরা প্রস্তাবকে সমর্থন দিয়েছি।