৭৭ রানেই সাত উইকেট হারিয়ে কোনো দল যে ৬৭৫ রানের পাহাড় গড়া যায় সেটা বিশ্বাস করাই কঠিন। কিন্তু জাতীয় লিগে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে সেই কাজটাই করেছে রাজশাহী বিভাগ। শুরুতে ব্যাটিং বিপর্যয়ের পর যেন রান সংগ্রহের নেশায় পেয়ে বসেছিল ফরহাদ, সানজামুল আর মুক্তাদিরকে। সপ্তম উইকেটে ৩৪৭ রানের রেকর্ড জুটি গড়েছিলেন ফরহাদ ও সানজামুল।
ক্যারিয়ারসেরা ইনিংস খেলেই প্রথম দিন শেষ করেছিলেন ফরহাদ রেজা। অপরাজিত ছিলেন ১৮২ রানে। আজ দ্বিতীয় দিনে ক্যারিয়ারের প্রথম দ্বিশতকটিও তুলে নেন হেসেখেলে। এগিয়ে যাচ্ছিলেন ট্রিপল সেঞ্চুরির দিকেও। কিন্তু ৪১ রান বাকি থাকতে মাঠ ছাড়তে হলো এই ডানহাতি ব্যাটসম্যান। দারুণ ইনিংসটা শেষ হলো ২৫৯ রানে।
গতকাল প্রথম দিনের শেষভাগে এই জুটি ভাঙতে পেরেছিলেন চট্টগ্রামের ডানহাতি স্পিনার আলী আকবর। কিন্তু আজ দ্বিতীয় দিনে আবারও প্রতিপক্ষের বোলারদের হতাশায় ডুবিয়েছেন ফরহাদ ও মুক্তাদির। অষ্টম উইকেটে তাঁরা যোগ করেছেন আরও ২২৪ রান। দলীয় ৬৪৮ রানের মাথায় ফরহাদ আউট হওয়ার কয়েক ওভার বাদে মুক্তাদিরকেও মাঠ ছাড়তে হয়। তবে যাওয়ার আগে দিয়ে যায় দলের জন্য ১৪৮ বলে ১৬৮ রানের ঝোড়ো ইনিংস। দুটি উইকেটই নিয়েছেন আকবর। মুক্তাদির আউট হওয়ার পরপরই ইনিংস সমাপ্তির ঘোষণা দিয়েছেন রাজশাহীর অধিনায়ক মুশফিকুর রহিম। ততক্ষণে স্কোরবোর্ডে জমা হয়েছে ৬৭৫ রান।
জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে চট্টগ্রাম। প্রথম চার ওভারের মধ্যে ১১ রান সংগ্রহ করতেই হারিয়েছে তিনটি উইকেট। তিনটি উইকেটই নিয়েছেন মুক্তাদির।