স্প্যানিশ লা লিগায় গ্রানাদার কাছে ১-০ গোলে হেরেছে বার্সেলোনা। এর আগে দলটি আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল। এই হারে ফলে শিরোপা দৌড়ে আতলেতিকো মাদ্রিদের চেয়ে পিছিয়ে পড়লো লা লিগার চ্যাম্পিয়নরা।
তবে খেলায় প্রথম পরিষ্কার সুযোগটি পেয়েছিল বার্সাই। আদ্রিয়ানোর ক্রস মনতোয়াকে খুঁজে পেলেও রাইট-ব্যাকের হেড থেকে সাফল্য মিলেনি। দুই মিনিট পর প্রথম সুযোগেই গোল দেয় গ্রানাদা।
পিছিয়ে পড়ে আরো আক্রমণাত্মক হয়ে উঠে বার্সা। কিন্তু নেইমারের জাদুকরী ফুটবল, লিওনেল মেসির বাঁ পায়ের ঝলক কোনো কিছুই সাফল্য এনে দিতে পারেনি।
২২ মিনিটে নেইমারের ক্রস বিপজ্জনক জায়গায় আদ্রিয়ানোকে খোঁজে পেলেও তার প্রচেষ্টা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। চার মিনিট পর আবার সুযোগ আসে অতিথিদের সামনে। কিন্তু সেবার মনতোয়ার ক্রস লক্ষ্যে রাখতে পারেননি নেইমার।