বাল্যবন্ধু দীপক পারেখকে বিশেষ উপদেশক পদে নিয়োগ দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রধান সুনীল গাভাস্কার। এতে ভারতীয় প্রিমিয়ার লীগ আইপিএলের গভর্নিং কাউন্সিলে যুক্ত হচ্ছেন দীপক পারেখ।
সুনীল গাভাস্কার বলেন, পারেখের প্রজ্ঞা ও অভিজ্ঞতা নিয়ে আইপিএল ম্যানেজমেন্ট দলের শক্তি বাড়বে নিশ্চিত।
নির্বাচিত সভাপতি এন শ্রীনিবাসনের আইনগত জটিলতায় ভারতের সুপ্রিম কোর্টের আদেশে বিসিসিআই সভাপতির অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব পালন করছেন ক্রিকেট লিজেন্ড সুনীল গাভাস্কার। দীপক পারেখ ভারতের শীর্ষ আবাসন ও অর্থলগ্নীকারী প্রতিষ্ঠান এইচডিএফসি’র চেয়ারম্যান।
সুনীল গাভাস্কার ও পারেখ মুম্বাই সেইন্ট জেভিয়ার্স স্কুলের সহপাঠী। এর আগে ২০০৯ সালে ভারতের সফটওয়্যার প্রতিষ্ঠান সত্যম-এর অর্থ কেলেঙ্কারি সমস্যা সমাধানে গঠিত কমিটিতে এমন দায়িত্ব পালন করতে দেখা গেছে পারেখকে।