ক্রিকেট খেলা যাতে ফের শুরু করা যায় এ লক্ষ্যে নিষেধাজ্ঞায় থাকা সব ক্রিকেটারদের সমভাবে দেখার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রতি আহ্বান জানিয়েছেন সালমান বাট। সাংবাদিকদের সঙ্গে আজ লাহোরে কথা বলার সময় এ আহ্বান জানান বাট।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি ইতোমধ্যে বলেছেন, পাঁচ বছরের নিষেধাজ্ঞায় থাকা পেসার মোহাম্মদ আমির যাতে এ বছরে শেষ দিকে কমপক্ষে ডোমেস্টিক ক্রিকেট শুরু করতে পারেন এ জন্য আইসিসির সঙ্গে এক রকম লড়াই করবেন তিনি। এ বক্তব্যের পরিপ্রেক্ষিতেই বাটের তরফ থেকে পিসিবির প্রতি ওই আহ্বান জানানো হয়।
বাট বলেন, আশা করি শেঠি আমিরের জন্য যা করছেন নিষিদ্ধ অন্য খেলোয়াড়দের জন্যও তিনি তাই করবেন।
উল্লেখ্য, স্পট ফিক্সিংয়ের দায়ে সালমান বাট, মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফকে ২০১০ সালে ৫ বছর করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়।