ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের [আইপিএল] ৭ম আসরের জন্য নতুন জার্সি প্রকাশ করেছে দিল্লি ডেয়ারডেভিলস।
এবার তাদের টাইটেল স্পন্সর ভারতের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল 'কুইকার'।
নতুন জার্সি প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধিনায়ক কেভিন পিটারসন, সহ-অধিনায়ক দিনেশ কার্তিক, কোচ গ্যারি কার্স্টেন এবং কুইকারের সিইও ও প্রতিষ্ঠাতা প্রণয় চালেট।