এফএ কাপের ফাইনালে উঠেছে আর্সেনাল। গতবারের চ্যাম্পিয়ন উইগান অ্যাথলেটিককে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়েছে তারা ফাইনালে উঠল।
ম্যাচটি ছিল দারুণ উত্তেজনাপূর্ণ। নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোলে শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। কিন্তু ৩০ মিনিটের মধ্যে কোনো দলই গোল করতে পারেনি। ফলে টাইব্রেকার পর্যন্ত গড়ায় ম্যাচটি।
লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।