স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের টাইব্রেকারে তারা ৫-৪ গোলে ফেনী সকার ক্লাবকে হারিয়ে মৌসুমের প্রথম কোন টুর্নামেন্টের শিরোপা জেতে।
নির্ধারিত সময় এবং অতিরিক্ত ৩০ মিনিটে কোনো গোল না হওয়ায় ম্যাচ টাইব্রেকারে গড়ায়। কিন্তু টাইব্রেকারে গিয়ে আর পারলো না ফেনী সকার।
টাইব্রেকারে মোহামেডানের পক্ষে গোল করেন জাহিদ হাসান এমিলি, ড্যামিয়েন চিগোজি, হাবিবুর রহমান সোহাগ, ওসেসেনি জঙ্গো ও ওবম হ্যানরি।
আর ফেনীর পক্ষে চারটি গোল করেন ম্যাথু মেন্ডি, আব্দুল্লাহ আল মামুন, চুকা চার্লস ও ল্যান্ডিং ডার্বো। গোল করতে ব্যর্থ হন কাবা জুবে।
ম্যাচ শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার। টুর্নামেন্টে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন মোহামেডানের জঙ্গো ওসেনি, ফেয়ার প্লে ট্রফি পেয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন তিন জন এরা হলেন মোহামেডানের জাহিদ হাসান এমিলি, মুক্তিযোদ্ধার সানডে সিজুবা এবং শেখ জামালের সনি নর্দে। মোস্ট ভেল্যুয়েবল প্লেয়ার হিসেবে নির্বাচিত হয়েছেন সকার ক্লাব ফেনির গোলরক্ষক নেহাল।
- See more at: http://www.dhakatimes24.com/2014/04/12/21068#sthash.ONJ5pHVc.dpuf
স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড।
আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের টাইব্রেকারে তারা ৫-৪ গোলে ফেনী সকার ক্লাবকে হারিয়ে মৌসুমের প্রথম কোন টুর্নামেন্টের শিরোপা জেতে।
নির্ধারিত সময় এবং অতিরিক্ত ৩০ মিনিটে কোনো গোল না হওয়ায় ম্যাচ টাইব্রেকারে গড়ায়। কিন্তু টাইব্রেকারে গিয়ে আর পারলো না ফেনী সকার।
টাইব্রেকারে মোহামেডানের পক্ষে গোল করেন জাহিদ হাসান এমিলি, ড্যামিয়েন চিগোজি, হাবিবুর রহমান সোহাগ, ওসেসেনি জঙ্গো ও ওবম হ্যানরি।
আর ফেনীর পক্ষে চারটি গোল করেন ম্যাথু মেন্ডি, আব্দুল্লাহ আল মামুন, চুকা চার্লস ও ল্যান্ডিং ডার্বো। গোল করতে ব্যর্থ হন কাবা জুবে।
ম্যাচ শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার।
টুর্নামেন্টে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন মোহামেডানের জঙ্গো ওসেনি, ফেয়ার প্লে ট্রফি পেয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন তিন জন এরা হলেন মোহামেডানের জাহিদ হাসান এমিলি, মুক্তিযোদ্ধার সানডে সিজুবা এবং শেখ জামালের সনি নর্দে। মোস্ট ভেল্যুয়েবল প্লেয়ার হিসেবে নির্বাচিত হয়েছেন সকার ক্লাব ফেনির গোলরক্ষক নেহাল।