সংক্ষিপ্ত ক্রিকেট সফরে আগস্টে শ্রীলংকা সফরে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। এ সফরে তাদের দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলার কথা রয়েছে। শুক্রবার দুই দেশের ক্রিকেট বোর্ড তা নিশ্চিত করেছে।
সফরের সূচি এখনও চুড়ান্ত হয়নি। তবে জুলাইয়ের শেষ নাগাদ পাকিস্তান দলের শ্রীলঙ্কা পৌঁছানোর কথা রয়েছে। সফরে পাকিস্তান একটি প্রস্তুতি ম্যাচও খেলবে।
আগামী ছয় মাস পাকিস্তান দলের কোনো আন্তর্জাতিক ম্যাচ ছিল না। তাই খেলা থেকে দীর্ঘ দূরত্ব কাটাতেই শ্রীলঙ্কা বোর্ডকে সংক্ষিপ্ত এই সিরিজ আয়োজনে সম্মত করিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।