নিষেধাজ্ঞায় থাকা পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির আগামী বছর অনুষ্ঠেয় আইসিসি বিশ্বকাপ ক্রিকেটে খেলতে পারছেন না। ডোমেস্টিক ক্রিকেটে তার দ্রুত ফেরা সম্ভব হলেও বিশ্বকাপের জন্য তিনি যোগ্য হবেন না বলে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে।
পিসিবির চিফ অপারেটিং অফিসার সুবহান আহমেদ বলেন, পাঁচ বছরের নিষেধাজ্ঞা পূর্ণ না হওয়া পর্যন্ত আইসিসি আমিরকে আন্তর্জাতিক ক্রিকেট খেলার ছাড়পত্র দেবে বলে আমরা আশাবাদী নয়।
আহমেদ আরো বলেন, আইসিসিকে আশ্বস্থ করতে আমরা যা করেছি তা হলো যাতে তারা আমিরের নিষেধাজ্ঞার মেয়াদ পুনর্বিবেচনা করে তাকে ডোমেস্টিক ক্রিকেটে ফেরার অনুমতি দেয়। এতে করে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই যাতে সে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার জন্য প্রস্তুত থাকতে পারে।
উল্লেখ্য, স্পট ফিক্সিংয়ের দায়ে আমির পাঁচ বছরের নিষেধাজ্ঞায় আছেন। এ নিষেধাজ্ঞা আগামী বছর আগস্টের দিকে শেষ হবে।