স্প্যানিশ লা লিগায় আজ মাঠে নামছে দুই জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে রিয়ালের প্রতিপক্ষ আলমেরিয়া। বার্সেলোনা বসবে গ্রানাডার প্রতিপক্ষের আসনে।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে বিদায় নিয়েছে বার্সেলোনা। সেই দগদগে হারের স্মৃতি নিয়ে আজ গ্রানাডার বিপক্ষে মাঠে নামবে তারা। এই ম্যাচে বড় জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেয়ার ক্ষত কিছুটা হলেও শুকাতে চাইবে কাতালানরা।
তবে শক্তিমত্তায় গ্রানাডা একেবারেই ফেলনা নয়। যেকোনো অঘটন ঘটিয়ে দিতে পারে তারা। পরিসংখ্যান অবশ্য বার্সেলোনার পক্ষেই। শেষ পাঁচ বারের দেখায় গ্রানাডাকে কখনোই পাত্তা দেয়নি বার্সা। তাদের বিপক্ষে সবকটি ম্যাচ জিতলেও এবারের এই ভঙ্গুর মানসিকতার ফলে বর্তমান প্রেক্ষাপটটা একটু বলেই মনে করেন মেসি-নেইমাররা।
এদিকে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করা আলমেরিয়ার বিপক্ষের ম্যাচে আজ মাঠে নামতে পারছেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু তাতে কি? সর্বশেষ পাঁচবারের মুখোমুখি লড়াইয়ে আলমেরিয়ার জালে ২০ বার বল জড়িয়েছে রিয়াল। আজও তার ব্যতিক্রম হয়তো চাইবে না কার্লো আনচেলোত্তির দল। কারণ, লিগের শেষ ৬টি ম্যাচ যে রিয়ালের জন্য মহাগুরুত্বপূর্ণ। শিরোপা জয়ের দৌঁড়ে টিকে থাকতে হলে কিছুতেই হার মানলে চলবে না রিয়ালের।
লিগে ৭৯ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ৭৮ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে থাকা বার্সা শীর্ষে থাকা অ্যাটলেটিকোর ঘাড়ে তপ্ত নিঃশ্বাস ছাড়ছে। ৭৬ পয়েন্ট নিয়ে রিয়াল রয়েছে বার্সেলোনার পরেই।